মহাকালী বালিকা উচ্চ বিদ্যালয়ে পুরস্কার বিতরণ অনুষ্ঠান

| বুধবার , ১০ ডিসেম্বর, ২০২৫ at ৮:২৪ পূর্বাহ্ণ

ঐতিহ্যবাহী নারী শিক্ষা প্রতিষ্ঠান ফতেয়াবাদ মহাকালী বালিকা উচ্চ বিদ্যালয়ে পুরস্কার বিতরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান প্রধান শিক্ষক সুনীল কান্তি দে’র সভাপতিত্বে ও ইমাম হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন হাটহাজারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ড. মোঃ সেলিম রেজা। শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক বিজন বিহারী নাথ। সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনীল কান্তি দেকে জাতীয় শিক্ষা সপ্তাহ শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান সম্মাননা উপজেলা শিক্ষা অফিসারের কাছ থেকে গ্রহণ করেন। বিশেষ অতিথি ছিলেন বিটিএ চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি ফিরোজ চৌধুরী, প্রাক্তন সভাপতি বিশ্বনাথ চৌধুরী, অধ্যাপক ত্রিদীপ রায়, দাতা সদস্য অঞ্জন কুমার চৌধুরী, অধ্যাপক শ্রীমান কান্তি ঘোষ, প্রধান শিক্ষক শহীদুল ইসলাম, ডাঃ অশোক কুমার দেব, মিলন কান্তি সূত্রধর, ডাঃ আশীষ ঘোষ, অনুপ ঘোষ টিটু, ডাঃ বিজয় কৃষ্ণ সরকার, প্রমুখ। আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনারী উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করবে জামায়াত
পরবর্তী নিবন্ধমার্কিন অর্থনৈতিক কাউন্সিলরের সঙ্গে এনসিপি নেতা জোবাইরুলের বৈঠক