নগরীর মহসীন কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের র্যাগ ডে’কে কেন্দ্র করে কলেজ ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিন ছাত্রলীগ কর্মী আহত হয়েছে। তারা সবাই এইচএসসি পরীক্ষার্থী।
গতকাল বেলা সাড়ে ১১ টার দিকে মহসীন কলেজ প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। আহত তিন ছাত্ররা হলো- জোনায়েদ (২০), আরিফ (২১) এবং শাহাদাত হোসেন সিনান (২০)। চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস জাহান বলেন, কলেজের র্যাগ ডে উদযাপনকে কেন্দ্র করে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। সংঘর্ষে তিনজন আহত হয়েছে। তারা সবাই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছে।