মহসিন কলেজের পুনর্মিলনীর রেজিস্ট্রেশনের সময় বৃদ্ধি

| সোমবার , ৭ নভেম্বর, ২০২২ at ১১:০০ পূর্বাহ্ণ

এ্যালামনাই এসোসিয়েশন অব গভঃ হাজী মুহম্মদ মহসিন কলেজ চট্টগ্রামের আয়োজনে আগামী ২ ডিসেম্বর অনুষ্ঠিতব্য রি-ইউনিয়ন উদযাপন উপলক্ষ্যে প্রাক্তন ছাত্র-ছাত্রীবৃন্দের মাঝে সর্বত্র জেগেছে প্রাণের সাড়া। গত ৫ নভেম্বর কাজীর দেউড়িস্থ সিজেকেএস শপিং কমপ্লেক্সে রি-ইউনিয়ন’২২ প্রস্তুতি কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। সভায় এ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি মাহবুবুল আলম তালুকদার, সহ-সভাপতি এমডিএম মহিউদ্দিন, উপদেষ্টা এবিকে মহিউদ্দিন শামিম, আশরাফুল আনোয়ার হিরণ, জামশেদুল আলম, সামশুল আরেফিন, সাধারণ সম্পাদক একেএম কামরুল মেহেদী, সাংগঠনিক সম্পাদক এম শাহাবুদ্দীন চৌধুরী ফারদুসহ প্রায় সত্তর জন সাব-কমিটি মেম্বার রি-ইউনিয়ন উদযাপনের বিভিন্ন প্রস্তুতিমূলক বিষয়ে বিশদ আলোচনা করেন।

বিভিন্ন ব্যাচের ছাত্র-ছাত্রীদের অনুরোধে রি-ইউনিয়নের রেজিস্ট্রেশনের সময়সীমা ১৯ নভেম্বর পর্যন্ত বর্ধিত করা হয়েছে।

রি-ইউনিয়নে অংশগ্রহণের জন্য ম্যানুয়াল রেজিস্ট্রেশন চলছে তিনটি ভিন্ন ভিন্ন স্থানে (১) রুম নং-৫০২৭, সিজেকেএস শপিং কমপ্লেক্স, ন্যাভাল এভিনিউ রোড, কাজীর দেউড়ী (২) ১৫৪ চট্টেশ্বরী রোড, সিটি হেলথ বিল্ডিং (৩য় তলা), হামদর্দ বিল্ডিং-এর পেছনে (৩) শারমিন গ্রুপ, ওয়ার্ল্ড ট্রেড সেন্টার (৩য় তলা), ১০২-১০৩ আগ্রাবাদ বা/এ, চট্টগ্রাম।

এছাড়াও অন-লাইন রেজিস্ট্রেশনের জন্য লিংক দেয়া আছে : www.hmmcalumni.agamievent.org সভার পক্ষ থেকে সকল আজীবন সদস্যবৃন্দ ও প্রাক্তন ছাত্র-ছাত্রীবৃন্দের স্বতষ্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে আসন্ন রি-ইউনিয়নকে প্রাণবন্ত এবং সফল করে তোলার জন্য সনির্বন্ধ অনুরোধ ও আহবান জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধএসএসসির পর এইচএসসি পরীক্ষায়ও মা-মেয়ে একসঙ্গে
পরবর্তী নিবন্ধসমবায়ের মূলমন্ত্রে বেকারত্ব দূরীকরণে এগিয়ে যেতে হবে