মহসিন কলেজ ব্যবস্থাপনা বিভাগের ‘চড়ুইভাতি’ অনুষ্ঠান

| সোমবার , ১ ডিসেম্বর, ২০২৫ at ৫:৫১ পূর্বাহ্ণ

নগরীর সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ এর ব্যবস্থাপনা বিভাগের অনার্স ও মাস্টার্স এর শিক্ষার্থীদের উদ্যোগে সম্প্রতি ক্যাম্পাসে এক চড়ুইভাতি অনুষ্ঠান আয়োজিত হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা বিভাগ প্রধান আসমা বেগম, শিক্ষকদের মধ্যে মো: কামরুজ্জামান, সুজিত বড়ুয়া এবং নাজিম উদ্দিন। অনুষ্ঠানে গজল, দেশীয় সংগীত সহ নানা সাংস্কৃতিক প্রোগ্রামের আয়োজন ছিল। তাছাড়া নারী ও পুরুষদের জন্য ভিন্ন ভিন্ন স্পোর্টস ইভেন্ট রাখা হয়েছিল। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষার্থী আইরিন আকতার, আয়োজক কমিটির মধ্যে উপস্থিত ছিলেন স্মৃতি, কাফিফা, আরিফ, ইমন, ইশরাক, মিম, লিজা, অর্পি, নাজরিন, সাবিহা, আনিকা, সিয়াম, আরাফাত সহ প্রমুখ। র‌্যাফেল ড্র এর মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়। খবর প্রেস বিজ্ঞপ্তির।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে বাংলাদেশ তরিকত পরিষদের মতবিনিময় সভা
পরবর্তী নিবন্ধআইআইইউসিতে উদ্বোধন হলো জুলাই স্মৃতি কর্নার