রাশিয়ার সঙ্গে প্রায় চার বছর ধরে চলা যুদ্ধের অবসানে সমঝোতায় পৌঁছাতে ইউক্রেনের সামনে বিকল্প ক্রমেই ফুরিয়ে আসছে বলে বৃহস্পতিবার জানিয়েছে ক্রেমলিন। এদিকে, দেশটির জ্বালানি অবকাঠামোর ওপর রাশিয়ার ধারাবাহিক হামলার পর কিয়েভে মাইনাস ১২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে হাজার হাজার মানুষ তাপ সুবিধা থেকে বঞ্চিত রয়েছে। খবর বাসসের।
মস্কো থেকে বার্তা সংস্থা এএফপি খবর জানিয়েছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেন, কিয়েভ সরকারের জন্য পরিস্থিতি দিন দিন অবনতির দিকে যাচ্ছে। তিনি আরো বলেন, ইউক্রেনের সিদ্ধান্ত নেওয়ার সুযোগ ক্রমশ সংকুচিত হয়ে আসছে।












