রাশিয়ার বেলগোরোদ অঞ্চলে ড্রোন হামলায় তিনজনের প্রাণ গেছে। মস্কোয় ড্রোন হামলার কয়েক ঘণ্টার মধ্যেই এই হামলার ঘটনা ঘটল বলে জানিয়েছেন রাশিয়ার কর্মকর্তারা। বেলগোরোদের গভর্নর ভিয়াচেসলাভ গ্লাদকভ কিয়েভকে এই হামলায় দায়ী করেছে। স্থানটি ইউক্রেন সীমান্তে। তিনি দাবি করেন, লোকেরা যখন সড়কে ছিলেন, তখন ইউক্রেনীয় বাহিনী একটি বিস্ফোরক ডিভাইস চালু করেছিল। খবর বাংলানিউজের।
কিয়েভ কোনো হামলার ঘটনার দায় স্বীকার করেনি। রাশিয়ার অভ্যন্তরে হামলার বিষয়ে কিয়েভ খুব কমই মন্তব্য করে।