মস্কোতে বিস্ফোরণে রুশ জেনারেল নিহত

| মঙ্গলবার , ২৩ ডিসেম্বর, ২০২৫ at ১১:১৩ পূর্বাহ্ণ

রাশিয়ার রাজধানী মস্কোতে এক বিস্ফোরণের ঘটনায় দেশটির সেনাবাহিনীর একজন জেনারেল নিহত হয়েছেন, জানিয়েছেন কর্মকর্তারা। খবর বিডিনিউজের।

রাশিয়ার তদন্তকারী কমিটি জানিয়েছে, লেফটেন্যান্ট জেনারেল ফ্যানিল সারভারভ সোমবার সকালে একটি গাড়ির নিচে পেতে রাখা বোমার বিস্ফোরণে মারা গেছেন। সারভারভ রাশিয়ার সশস্ত্র বাহিনীর অপারেশনাল ট্রেনিং বিভাগের প্রধান ছিলেন, জানিয়েছে কমিটি। কমিটি জানিয়েছে, ঘটনার সঙ্গে ইউক্রেনের গোয়েন্দা পরিষেবা জড়িত আছে, এই রকম একটি তত্ত্ব তদন্ত করে দেখা হচ্ছে।

প্রকাশিত খবরে বলা হয়েছে, মস্কোর দক্ষিণাংশে ঘটনাটি ঘটেছে। তদন্তকারীদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ১৫.৩৯ কোটি টাকা
পরবর্তী নিবন্ধবিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পুনরায় চালুর প্রস্তুতি নিচ্ছে জাপান