মসলায় ক্ষতিকর রং

চাক্তাইয়ে গ্রেপ্তার মিল মালিকসহ ১০

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২৫ মে, ২০২৩ at ৬:০৮ পূর্বাহ্ণ

মসলায় মেশানো হয় ক্ষতিকর রং। তাও আবার অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যেই। নগরীর বাকলিয়া থানাধীন চাক্তাইয়ে একটি মিলে চলছে এমন কার্যকলাপ। গোপন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে মিল মালিকসহ ১০ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

এদের মধ্যে একজন হলেন মো. জসিম উদ্দিন। তিনি জসিমের ক্রাসিং মিল নামের প্রতিষ্ঠানের মালিক। গ্রেপ্তারকৃত বাকীরা হলেন, মো. শরীফ হোসেন, মো. আলাউদ্দিন, মো. জিলানী, মো. সুজন, মো. সাইদুল, আবদুল কাদের, মো. সজল, মো. দেলোয়ার হোসেন ও মো. কামরুল হাসান।

জসিমের ক্রাসিং মিলের ভিতর ভেজাল মসলা তৈরি ও বিক্রির উদ্দেশ্যে মজুদ করছে এমন তথ্যের ভিত্তিতে মিলটিতে অভিযান চালায় র‌্যাব। গত মঙ্গলবার পরিচালিত এই অভিযানে ক্ষতিকর রং মিশ্রিত প্রায় ৬০০ কেজি হলুদ, মরিচ ও ধনিয়া গুঁড়া এবং ১২ কেজি ভেজাল রং ও রাসায়নিক পদার্থ উদ্ধার করা হয়। মিল ঘরের ভেতরে এসব ভেজাল মসলা মজুদ করে রাখা হয়।

র‌্যাব৭ এর মিডিয়া কর্মকর্তা নুরুল আবছার আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃতরা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ অসৎ উপায় অবলম্বন করে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে বিভিন্ন ধরনের মসলাসহ মরিচের গুঁড়ার সাথে বিভিন্ন ক্ষতিকর রং ও রাসায়নিক পদার্থ মিশ্রন করে ভেজাল মসলা তৈরি করে এবং এই সব ভেজাল মসলা চট্টগ্রাম জেলার বিভিন্ন বাজার ছাড়াও, আশেপাশের বিভিন্ন জেলায় পাইকারদের মাধ্যমে বিক্রয় করে আসছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা আমাদের কাছে এসব অপরাধ স্বীকার করেছেন। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধগাজীপুর সিটি কর্পো. নির্বাচনে ভোটগ্রহণ আজ
পরবর্তী নিবন্ধপুলিশের তিন মামলা, গয়েশ্বরও আসামি