মসজিদের ব্যাটারিতে চোরের চোখ, এক মাসে গায়েব অর্ধশত

আনোয়ারা প্রতিনিধি | সোমবার , ৪ মার্চ, ২০২৪ at ৭:২৯ পূর্বাহ্ণ

আনোয়ারায় এবার মসজিদের ব্যাটারিতে চোখ পড়েছে চোরের দলের। গত এক মাসে উপজেলার ১১ ইউনিয়নের ৫০টিরও বেশি মসজিদের ব্যাটারি, মাইক ও দানবাক্স চুরির ঘটনা ঘটেছে। সেই সাথে বাড়ছে ছিনতাইয়ের ঘটনাও। গত শনিবার মধ্য রাতে রায়পুর ইউনিয়নের পশ্চিম রায়পুর রিয়াজুল জান্নাত জামে মসজিদে তালা ভেঙ্গে ৭০হাজার টাকা মূল্যের তিনটি ব্যাটারি চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

জানা যায়, গত ১ মাসে উপজেলার রায়পুরে স্থানীয় খোর্দ্দ গহিরার আশ্রয় কেন্দ্র মুজিবকেল্লাহ সহ ৩০ টির বেশি চুরির ঘটনা ঘটে তার মধ্যে রায়পুর ইউনিয়নের ১৮টি মসজিদে মাইকের ব্যাটারি চুরি হয়েছে। জানা গেছে, পশ্চিম রায়পুরের রিয়াজুল জান্নাত জামে মসজিদ, খোর্দ্দ গহিরা ৭ নং ওয়ার্ডের অলি আহাম্মদ বহার্দ্দার জামে মসজিদ, খোর্দ্দ গহিরা মহারাজা জামে মসজিদ, পূর্ব গহিরা বার আউলিয়া মাজার, দক্ষিণ পরুয়াপাড়া গলাকাটা জামে মসজিদ, চুন্নাপাড়া হাজীর পাড়া ইবাদতখানা, দক্ষিণ পরুয়াপাড়া আফাজিয়া রহমানিয়া দরবার শরিফ জামে মসজিদ, পূর্ব গহিরা ৯ নং ওয়ার্ডের তেলীপাড়া হাজী বৈলকিজ জান বিবি জামে মসজিদ, পশ্চিম রায়পুরের উত্তর কালির মসজিদ, চুন্নাপাড়া আলীমউদ্দিন দোভাষীর মসজিদ, দক্ষিণ গহিরা ইসমাইল মিয়াজি জামে মসজিদের গেটের দান বাঙ চুরি, রায়পুর, ৪নং ওয়ার্ড আশরাফ আলী চৌধুরী জামে মসজিদ, দক্ষিণ পরুয়াপাড়া জাহেদ তালুকদার জামে মসজিদ, চুন্নাপাড়া মুনিরুল ইসলাম ফাজিল ডিগ্রি মাদ্রাসা জামে মসজিদ ও পশ্চিম রায়পুর ময়না গাজীর বাড়ি জামে মসজিদ, উত্তর পরুয়াপাড়া জৈদ্দ্যার হাট মনু মিয়াজি জামে মসজিদের দান বঙ চুরি, দক্ষিণ সরেঙ্গা, পূর্ব পাড়া ০৫ নং ওয়ার্ডের হযরত মুনিরুউদ্দীন নুরুল্লাহ জামে মসজিদ, ও ৫ নং ওয়ার্ডে দক্ষিণ সরেঙ্গা ইমাম আজম জামে মসজিদে মাইকের ব্যাটারি চুরির ঘটনা ঘটেছে।

এর আগে গত ২৫ ফেব্রুয়ারি শবে বরাতের রাতে রায়পুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মুজিবকিল্লা থেকে ৮টি ব্যাটারি চুরি হয়ে যায়। এর আগের মাসে বৈরাগ ইউনিয়নে নব্বনূর জামে মসজিদ থেকেও ব্যাটারি চুরি হয়। তাছাড়া বৈরাগ ইউনিয়নের মুহাম্মদপুর আলিয়া গায়েবি জামে মসজিদ, চাতরী চৌমুহনী বাজার সংলগ্ন কেআইসি জামে মসজিদেও ব্যাটারি চুরির ঘটনা ঘটে।

এভাবে প্রতি রাতে উপজেলার বিভিন্ন মসজিদ থেকে ব্যাটারি ও দান বাঙের টাকা চুরির ঘটনা ঘটে চলেছে। কিন্তু চুরির ঘটনায় জড়িতরা ধরা পড়ছে না।

রায়পুর ইউনিয়নের চেয়ারম্যান আমিন শরীফ জানান, গত এক মাসে মুজিব কেল্লাসহ ২০টির বেশি মসজিদে চুরির ঘটনা ঘটেছে। এই বিষয়টি মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় উত্থাপন করা হয়েছে। আলোচনাও করা হয়েছে। ইউএনও কার্যালয় এবং থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

বৈরাগ ইউনিয়নের চেয়ারম্যান নোয়াব আলী জানান, আমার নিজ বাড়ির মসজিদেও চুরির ঘটনা ঘটেছে। আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল আহম্মদ জানান, আইনশৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশি টহল বাড়ানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধঅভিযানের খবরে পালালেন ডায়াগনস্টিক সেন্টার মালিক
পরবর্তী নিবন্ধকাপ্তাইয়ে টেক্সিতে ট্রাকের ধাক্কা, কলেজছাত্র নিহত