মসজিদে যাওয়ার পথে টেক্সির ধাক্কা,মুসল্লির মৃত্যু

হাটহাজারী প্রতিনিধি | শনিবার , ৪ অক্টোবর, ২০২৫ at ৬:৪৬ পূর্বাহ্ণ

হাটহাজারীতে নামাজ পড়তে মসজিদে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় অলি আহমেদ (৭৯) নামের এক মুসল্লির মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার রাতে হাটহাজারী পৌরসভার ইমাম শেরে বাংলা (রঃ) মাজার গেট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মুসল্লি পৌরসভার আজিম পাড়া এলাকার রাজা মিয়া কোম্পানি বাড়ির বাসিন্দা।

স্থানীয়রা জানায়, অলি আহমেদ ইমাম শেরে বাংলা (রঃ) মাজারের পাশের জামে মসজিদে এশার নামাজ পড়তে সড়ক পার হচ্ছিলেন। এ সময় বেপরোয়া গতির একটি সিএনজি টেক্সি তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে আশেপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাকে মৃত গোষণা করা হয়। রাউজান হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ উল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধবীর মুক্তিযোদ্ধা শামসুল ইসলাম চৌধুরী
পরবর্তী নিবন্ধপ্রেসিডেন্টস স্কাউট অ্যাওয়ার্ড প্রস্তুতিমূলক ক্যাম্প সম্পন্ন