মসজিদুল হারাম প্রাঙ্গণে বৃক্ষরোপণের পরিকল্পনা

| বৃহস্পতিবার , ২৮ জানুয়ারি, ২০২১ at ৯:৪১ পূর্বাহ্ণ

মক্কার পবিত্র মসজিদে হারাম প্রাঙ্গণে বৃক্ষরোপণের পরিকল্পনা নিয়েছে সৌদির মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদের পরিচালনা পরিষদ। এ প্রকল্পের পরিকল্পনা উন্মোচন করেছেন পবিত্র দুই মসজিদের পরিচালনা পরিষদের প্রধান ড. শায়খ আবদুল রহমান আল সুদাইস। খবর বাংলানিউজের। পবিত্র কাবা প্রাঙ্গণে নামাজ আদায়কারী ও হজ পালনকারীদের জীবন মানউন্নয়ন ও সৌদি আরব সরকারের ভিশন-২০৩০ লক্ষ্য বাস্তবায়নে বৃক্ষরোপণের প্রকল্প নেওয়া হয়েছে। জলবায়ু ও পরিবেশ পরিবর্তনরোধে টেকসই উন্নয়ন পরিকল্পনার বাস্তবায়নের প্রতি গুরুত্বারোপ করেন শায়খ সুদাইস।

পূর্ববর্তী নিবন্ধদশ দিনের মহাকাশ সফরে ৩ মিলিয়নিয়ার, গুনতে হবে সাড়ে ৫ কোটি ডলার
পরবর্তী নিবন্ধযুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হচ্ছেন অ্যান্টনি ব্লিংকেন