নগরীর ষোলশহরস্থ জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসা সংলগ্ন নতুন করে সংস্কারকৃত জামেয়া আহমদিয়া সুন্নিয়া দায়েম নাজির শাহী জামে মসজিদের উদ্বোধনী অনুষ্ঠান গত ১০ অক্টোবর অনুষ্ঠিত হয়। আনুষ্ঠানিকভাবে মুনাজাতের মাধ্যমে নতুন স্থাপত্যশিল্পে গড়া বহুতল দৃষ্টিনন্দন এ মসজিদের উদ্বোধন করেন আওলাদে রাসুল আল্লামা সৈয়্যদ মুহাম্মদ তাহের শাহ (ম.জি.আ.)। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ (ম.জি.আ.) পবিত্র হাদিসের উদ্ধৃতি পেশ করে বলেন, যে ব্যক্তি দুনিয়ায় একটি মসজিদ নির্মাণ করবে তার জন্য আল্লাহ পাক জান্নাতে একটি ঘর তৈরি করে রাখবেন। দ্বীনের স্তম্ভ মসজিদ-মাদ্রাসা নির্মাণের মাধ্যমে আল্লাহ রাসূলের (দ.) নৈকট্য অর্জনে এগিয়ে আসতে হবে। কয়েক কোটি টাকা ব্যয়ে যাদের আর্থিক সহযোগিতায় দায়েম নাজির শাহী জামে মসজিদ নির্মিত হয়েছে তারা নিঃসন্দেহে সৌভাগ্যবান। তিনি আনজুমান ও জামেয়ার খেদমত করার তাগিদ দেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাহেবজাদা আল্লামা সৈয়্যদ মুহাম্মদ কাসেম শাহ (ম.জি.আ.)। বাদ আছর অনুষ্ঠানে হুজুরদের ফুল দিয়ে বরণ করে নেন মসজিদের মোতোওয়াল্লী মুহাম্মদ কামাল উদ্দীন চৌধুরী ও মসজিদ কমিটির নেতৃবৃন্দ। গাউসিয়া কমিটি ইউএইর সভাপতি মুহাম্মদ আইয়ুবের অর্থায়নে নির্মিত দৃষ্টিনন্দন মসজিদে নামাজ পড়ার জন্যে হাজার হাজার মুসল্লি দূরদূরান্ত হতে ছুটে আসেন। মসজিদে হুজুর কিবলাদ্বয় আছর ও মাগরিবের নামাজ আদায় করেন। ইমামতি করেন সৈয়দ মুহম্মদ সাবির শাহ (ম.জি.আ.)। উদ্বোধনকালে উপস্থিত ছিলেন আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মুহাম্মদ মহসিন, সহ-সভাপতি কামরুল ইসলাম চৌধুরী, সেক্রেটারি জেনারেল মুহাম্মদ আনোয়ার হোসেন, এডিশনাল সেক্রেটারি মুহাম্মদ সামসুদ্দীন, জয়েন্ট সেক্রেটারি মুহাম্মদ সিরাজুল হক, এসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ গিয়াস উদ্দীন সাকের, ফাইন্যান্স সেক্রেটারি এনামুল হক বাচ্চু, সদস্য মুহাম্মদ নুরুল আমিন, দায়েম নাজির জামে মসজিদের খতিব মাওলানা আবুল আসাদ মুহাম্মদ যোবায়ের রজভী, প্রভাষক মাওলানা হাফেজ আনিসুজ্জমান আলকাদেরী, কেন্দ্রীয় গাউসিয়া কমিটির চেয়ারম্যান পেয়ার মুহাম্মদ, মহাসচিব শাহজাদ ইবনে দিদার, মহানগর গাউসিয়া কমিটির সভাপতি তসকির আহমদ, সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ আবদুল্লাহ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।