মশার কয়েল থেকে আগুন,পুড়ল ৪ দোকান-৩টি বাস

রাঙামাটির পুরাতন বাস স্ট্যান্ড

রাঙামাটি প্রতিনিধি | সোমবার , ২২ ডিসেম্বর, ২০২৫ at ১০:৩৮ পূর্বাহ্ণ

রাঙামাটি জেলা শহরের পুরাতন বাস স্ট্যান্ডে ভয়াবহ আগুনে তিনটি যাত্রীবাহী বাস, চারটি দোকান ও একটি বসতঘর পুড়ে ছাই হয়েছে। গতকাল রোববার ভোররাত সাড়ে ৩টার পর আগুনের সূত্রপাত বলে জানিয়েছেন স্থানীয়রা।

ফায়ার সার্ভিস স্টেশন জানিয়েছে, রোববার রাত প্রায় ৪টার দিকে জেলা শহরের পুরাতন বাস স্ট্যান্ডে ভয়াবহ আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট স্থানীয়দের সহায়তায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ভোর ৬টার দিকে আগুন পুরোপুরি নেভানো সম্ভব হলেও ততক্ষণে পুড়ে ছাই তিনটি বাস, চারটি দোকান ও একটি বসতঘর। প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত মশার কয়েল থেকে হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। স্থানীয়রা প্রায় এক কোটি টাকা ক্ষয়ক্ষতির দাবি করলেও ক্ষতি নিরুপণের কাজ চলছে বলে জানিয়েছে দমকল বাহিনী।

রাঙামাটি ফায়ার স্টেশনের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. মুর্শিদুল ইসলাম জানান, আমরা আগুনের খবর পেয়েছি কিছুটা দেরিতে। খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।

আগুনে তিন বাস, চারটি দোকান ও একটি বসতঘর পুড়েছে। মশার কয়েল থেকেই আগুনের সূত্রপাত।

এদিকে, ভোর রাতে আগুনের ঘটনার পর রোববার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।

পূর্ববর্তী নিবন্ধবায়তুশ শরফ আদর্শ কামিল মাদ্রাসা যোগ্য নাগরিক উপহার দিচ্ছে
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে কৃত্রিম বুদ্ধিমত্তা ও শিক্ষার ভবিষ্যৎ নিয়ে কর্মশালা