মশার উপদ্রব কমাতে ব্যবস্থা নিন

| সোমবার , ২৮ মার্চ, ২০২২ at ৫:৫১ পূর্বাহ্ণ

মশক নিধন কর্তৃপক্ষ বা পরিবেশ বিশেষজ্ঞদের মতে বর্তমানে বিরূপ আবহাওয়ার কারণে বেশ কিছু দিন ধরে বৃষ্টি হচ্ছে না। প্রতিটা ড্রেন, খাল, জলাশয়ে মশা ডিম ছাড়ছে। বৃষ্টি না হয়ে তা ফুটে নতুন মশা বৃদ্ধি পাচ্ছে। পরিবেশ বাঁচাতে সরকারের পাশাপাশি জনগণকেও একযোগে কাজ করে যেতে হবে। মশার উপদ্রব কমাতে আমরা বাড়ির আশপাশের ময়লা আবর্জনা সব সময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখবো। মশার উপদ্রব কমাতে সরকারি উদ্যোগ বৃদ্ধির পাশাপাশি আমাদেরকেও সচেতন হতে হবে। ফুলের টব, পরিত্যাক্ত গাড়ির টায়ারে যাতে তিনদিনের অধিক পানি জমে না থাকে সে ব্যাপারে সকলকে দৃষ্টি রাখতে হবে।

মোঃ রায়হান আলী, আইনজীবী, জজ কোর্ট, খুলনা।

পূর্ববর্তী নিবন্ধড. ফজলুর রহমান খান : স্থাপত্যশিল্পের আইনস্টাইন
পরবর্তী নিবন্ধপ্রেমের জাহান