মশা দমনে কীটনাশক স্প্রে কার্যক্রম জোরদার

বান্দরবান পৌরসভা

বান্দরবান প্রতিনিধি | বুধবার , ১৭ জুলাই, ২০২৪ at ৭:৩০ পূর্বাহ্ণ

বান্দরবানে ডেঙ্গুর প্রকোপ বাড়ায় মশার বংশবিস্তার রোধে মশার লার্ভা ও পূর্ণাঙ্গ মশা নিধনে পৌরসভার ৯ টি ওয়ার্ডে কীটনাশক স্প্রে কার্যক্রম জোরদার করা হয়েছে। গতকাল মঙ্গলবার পৌরসভার জজ কোর্ট এলাকায় স্প্রে কীটনাশক ছিটানো কার্যক্রম পরিদর্শন করেন পৌর মেয়র মো. সামসুল ইসলাম। এসময় পৌরসভার নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমানসহ কর্মচারীরা উপস্থিত ছিলেন। পৌরসভার তথ্যমতে, সমপ্রতি জেলা সদরে ডেঙ্গুর প্রকোপ বেড়েছে। মশা দমনে জজ কোর্ট এলাকা থেকে মেম্বার পাড়া, আর্মি পাড়া, শেরেবাংলা নগর, ইসলামপুর এলাকা পর্যন্ত স্প্রে ও কীটনাশক ছিটানো জোরদার করা হয়েছে। পৌরসভার ৯ টি ওয়ার্ডেই কীটনাশক ছিটানো কার্যক্রম চলমান রয়েছে।পরিদর্শনকালে মেয়র বলেন, সমপ্রতি ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় ঝুঁকিপূর্ণ এলাকাগুলো চিহ্নিত করে কীটনাশক স্প্রে কার্যক্রম জোরদার করা হয়েছে। বৃষ্টিতে জমে থাকা পানিতে মশার লার্ভা ধংসে জনসচেতনতা মূলক প্রার প্রচারণাও চালানো হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধকোটা সংস্কার আন্দোলনে বিএনপি-জামায়াতের ইন্ধন রয়েছে : ওবায়দুল কাদের
পরবর্তী নিবন্ধজনগণ তাদের অধিকার আদায় করে নেবে : ফখরুল