পটিয়া উপজেলার নাইনখাইন গ্রামের, আন্তর্জাতিক বৌদ্ধ উন্নয়ন সংস্থা বাংলাদেশের মহাসচিব বাবু সত্যজিত বড়ুয়ার মা মল্লিকা রাণী বড়ুয়া পরলোকগমন করেছেন। গতকাল শুক্রবার সকালে দুই মাস ধরে চিকিৎসাধীন অবস্থায় শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে মৃত্যুবরণ করেন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭০ বছর। তিনি ২ ছেলে ও ৩ মেয়ের জননী। তিনি নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয় স্বজন রেখে যান। আজ দুপুর ২টায় চট্টগ্রাম বৌদ্ধ বিহারে প্রয়াতা মল্লিকা বড়ুয়ার অনিত্য সভা অনুষ্ঠিত হবে। এরপর চান্দগাঁও মহাশ্মশানে দাহক্রিয়া সম্পন্ন হবে।