মরি এই ভরা বরষায়

জয়দেব কর | শুক্রবার , ১৮ জুলাই, ২০২৫ at ৬:৪৭ পূর্বাহ্ণ

কার কথা আঁকি

ডাকে পাখি

হুলস্থূল

কার চোখ লিখি

চেয়ে আছ

মুগ্ধ বনফুল

 

কার ধ্যান করি

মরি এই

ভরা বরষায়

তোমার স্বরূপ

চুপ করে

আমি হয়ে যায়

 

কার ঘুম ভাসে

হাসে খুব

জীবনের সুর

কার ভেলা একা

দেখা যায়

কাছে আসে

নিকটের দূর

 

কার দিন গেল

এলো কার

রমনীয় শাড়ি

পালের মতন

ঢের বড়ো

ঢেউআঁচলের নারী

 

কার স্পর্শ বলি

চলি তার

সহজের পথে

কার রথে চড়ি

পথ কেঁদে মরে

সময়ের পঁচা হাত ধরি

পূর্ববর্তী নিবন্ধবর্ষা পোহা
পরবর্তী নিবন্ধকরিম রেজা