জীবন তরী চলছে সবার
মরণ মাঝির হাতে
কখন, কাকে ডাক দেয় সে
দিনে কিংবা রাতে।
এত কিসের বড়াই, রাগ, হিংসা,
বিদ্বেষ প্রকাশ
একদিন থাকবে না কিছু, পড়ে
রবে শূন্যআকাশ।
বাঁচার জন্য বাঁচবো যখন
সৎ মানুষ হয়ে বাঁচি
সুখ–বেদনার দোলাচলে
আনন্দ নিয়ে হাসি।
মরণ মাঝি কার ঘাড়ে বসবে
এটা তার ভাবনা
জীবনতরী তাই সরল হোক,
না হোক সস্তা ও ফেলনা।
মরণ মাঝি ডাকবে একদিন সদা
তৈরি জীবন আমার
ভয় করিনা কিছুকেই, নিয়ত
চেষ্টা করি সততায় বাঁচার।