মরক্কোয় কুয়ায় পড়া শিশুকে উদ্ধারে চেষ্টা চূড়ান্ত পর্যায়ে

| রবিবার , ৬ ফেব্রুয়ারি, ২০২২ at ৭:৩৭ পূর্বাহ্ণ

মরক্কোয় পাঁচ দিন আগে গভীর একটি কুয়ায় পড়ে যাওয়া পাঁচ বছর বয়সী শিশুকে উদ্ধারের অভিযান চূড়ান্ত পর্যায়ে রয়েছে। উদ্ধারকারীরা গতকাল শনিবার কুয়াটির ৩২ মিটার (১০৪ ফুট) নিচে আটকা পড়ে থাকা শিশুটির অনেকটা কাছে পৌঁছে গেছেন বলে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে। মরক্কোর উত্তরাঞ্চলের এই ঘটনা পুরো দেশটিকে নাড়া দিয়েছে। কয়েক হাজার মানুষ ঘটনাস্থলে জড়ো হয়েছে। খবর বিডিনিউজের।
স্থানীয় গণমাধ্যম শিশুটির নাম রায়ান বলে জানিয়েছে। রায়ান গত মঙ্গলবার পার্বত্য শহর শেফশাওয়েনে একটি কুয়ায় পড়ে যায়। কুয়াটির মুখ মাত্র ৪৫ সেন্টিমিটার (১৮ ইঞ্চি) চওড়া হওয়ায় শিশুটিকে উদ্ধারে সেখান দিয়ে নামতে পারেননি উদ্ধার কর্মীরা। উদ্ধারকারীরা বুলডোজার নিয়ে কুয়ার পাশের একটি পাহাড়ে বড় ধরনের একটি গর্ত
খুঁড়েছে। ছেলেটিকে বের করে আনতে শনিবার সকালে তারা ওই গর্ত থেকে কুয়া বরাবর আড়াআড়ি মাটি কাটার কাজ শুরু করেছে। আর নিজেদের খোঁড়া গর্তে ভূমিধসের সম্ভাবনা ঠেকাতে পিভিসি টিউব স্থাপন করেছে।
শনিবার সকালে উদ্ধারকারী দলের নেতা আবদেলহাদি তামরানি রাষ্ট্রায়ত্ত টুএম টেলিভিশনকে বলেন, উদ্ধার প্রচেষ্টার এই দ্বিতীয় পদক্ষেপ প্রায় শেষ পর্যায়ে রয়েছে, পরিকল্পনা অনুযায়ী খুঁড়ে আমরা রায়ানের কাছে পৌঁছে যাচ্ছি।
মরক্কোর রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম এসএনআরটি শুক্রবার একজন উদ্ধারকারীকে উদ্ধৃত করে জানিয়েছিল, রায়ান এখনও বেঁচে আছে।
শেফশাওয়েন শহরের আশপাশে পার্বত্য অঞ্চলে শীতকালে প্রচণ্ড ঠাণ্ডা পড়ে। এরমধ্যে রায়ানের উদ্দেশ্যে খাবার পাঠানো হলেও সে কিছু খেয়েছে কিনা তা পরিষ্কার হয়নি। টিউব ব্যবহার করে তাকে পানি ও অঙিজেনও সরবরাহ করা হচ্ছে।
স্থানীয় একজন প্রত্যক্ষদর্শী রয়টার্সকে জানিয়েছেন, পাথরের কারণে আড়াআড়ি মাটি খোঁড়ার কাজে দেরি হচ্ছে। উদ্ধার করার সঙ্গে সঙ্গে রায়ানকে হাসপাতালে নেওয়ার জন্য সেখানে একটি হেলিকপ্টার প্রস্তুত অবস্থায় রাখা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধস্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর বাড়িতে হামলা-ভাঙচুর
পরবর্তী নিবন্ধজায়েদের প্রার্থিতা বাতিল সাধারণ সম্পাদক নিপুন