মরক্কো থেকে সাগর পথে সাঁতরে স্পেনের ছিটমহল সেউতা গেছে ৫৪ শিশু

| সোমবার , ২৮ জুলাই, ২০২৫ at ৫:০৪ পূর্বাহ্ণ

কুয়াশার মধ্যে উত্তাল সাগরের মধ্য দিয়ে সাঁতরে মরক্কো থেকে স্পেনের উত্তর আফ্রিকান ছিটমহল সেউতা গিয়ে হাজির হয়েছেন অন্তত ৫৪ শিশু ও প্রায় ৩০ জন পূর্ণবয়স্ক মানুষ। খবর বিডিনিউজের।শনিবার স্পেনের টেলিভিশন চ্যানেল আরটিভিই বরাতে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। চ্যানেটিতে প্রদর্শিত ভিডিও ফুটেজে দেখা গেছে, সিভিল গার্ড কিছু সাঁতারুকে নিরাপদে ফিরিয়ে আনার জন্য বারবার উদ্ধার অভিযান চালাচ্ছে, বাকিরা সাঁতরে ছিটমহলটিতে পৌঁছে যান। এসব শিশুদের বেশিরভাগই মরোক্কান । তাদের সেউতার অস্থায়ী আশ্রয়কেন্দ্রগুলোতে নিয়ে রাখা হয়েছে। সর্বশেষ আসা এসব আগমণকারীদের নিয়ে কী সিদ্ধান্ত হবে, সে বিষয়ে পরামর্শের জন্য সেউতার কর্তৃপক্ষ কেন্দ্রীয় সরকারের সাহায্য চেয়েছে। সেউতার আঞ্চলিক সরকারের প্রতিনিধি হুয়ান রিভাস শনিবার সাংবাদিকদের বলেছেন, আমাদের একা রেখে যেয়েন না। এটি একটি রাষ্ট্রীয় বিষয়। এর সমাধান করতে হবে। স্থানীয় পুলিশ জানিয়েছে, গত বছরের ২৬ অগাস্ট ঘন কুয়াশার সুযোগ নিয়ে কয়েকশ অভিবাসন প্রত্যাশী সাঁতরে প্রতিবেশী মরক্কো থেকে সেউতার গিয়ে হাজির হয়েছিল। তারও আগে ২০২১ সালে এক বালককে খালি প্লাস্টিকের বোতলের ওপর সাগরে ভাসতে দেখা যায়, সে সেউতায় পৌঁছানোর চেষ্টা করছিল।

মরক্কোর ভূমধ্যসাগরীয় উপকূলে স্পেনের দুটি ছিটমহল আছে। এগুলোর হল সিউতা ও মেলিলা। এখানেই আফ্রিকার সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একমাত্র স্থল সীমান্ত আছে। এই ছিটমহল দুটি প্রায়ই ইউরোপে পৌঁছানোর চেষ্টারত অভিবাসন প্রত্যাশীদের ঢেউয়ের অভিজ্ঞতার মধ্য দিয়ে যায়।

সীমান্ত অতিক্রম করার সময় মরক্কোর যেসব নাগরিক ধরা পড়ে তাদের তাৎক্ষণিকভাবে নিজ দেশে ফেরত পাঠানো হয়। তবে শিশু বা রাজনৈতিক আশ্রয়প্রার্থী হলে তাদের বিষয়গুলো বিশেষ বিবেচনায় নেওয়া হয়। অন্য দেশের অভিবাসন প্রত্যাশীদের বিশেষ কেন্দ্রে নিয়ে গিয়ে আশ্রয় দেওয়া হয় আর কয়েকদিন পর ছেড়ে দেওয়া হয়। তিন বছর আগে প্রায় দুই হাজারের মতো অভিবাসন প্রত্যাশী মেলিলার সীমান্ত বেড়া ভেঙে হুড়োহুড়ি করে ছিটমহলটিতে ঢোকার সময় পদদলিত হয়ে অন্তত ২৩ জনের মৃত্যু হয়েছিল।

পূর্ববর্তী নিবন্ধযুক্তরাষ্ট্রে ওয়ালমার্টে ছুরিকাঘাত আহত ১১
পরবর্তী নিবন্ধইসরায়েল এয়ারড্রপ শুরু করার পর মিশর থেকে গাজার পথে ত্রাণের ট্রাক