পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে ও মমতার প্রধান নির্বাহীর জ্যেষ্ঠ জামাতা গুলজার চৌধুরীর রুহের মাগফেরাত কামনায় খতমে কোরআন ও দোয়া মাহফিল গত বৃহষ্পতিবার মমতার প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। মমতার প্রধান নির্বাহী রফিক আহমদের সার্বিক নিদের্শনায় মাহফিলে উপস্থিত ছিলেন মমতার উপদেষ্টা পরিষদের সদস্য জাহাঙ্গীর আলম জোসেফ, মমতার কার্যনির্বাহী পরিষদের সহ-সভাপতি হারুন ইউসুফ, সাধারণ সম্পাদক মনসুর মাসুদ, সদস্য পুরবী দাশ গুপ্তা, উপ-প্রধান নির্বাহী মো. ফারুক, সহকারী প্রধান নির্বাহী মোহাম্মদ শাহারিয়ার, মমতার পরিচালকবৃন্দ ও মমতার অন্যান্য কর্মকর্তা-কর্মীবৃন্দ। বিশেষ মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা মো. আনোয়ারুল হক আযহারী। মিলাদুন্নবী (দ.) উপলক্ষে আলোচনায় হাফেজ মাওলানা মো. আনোয়ারুল হক আযহারী বলেন, শান্তিময় জীবন পরিচালনা করার জন্য রাসুল (দ.) এর পরিচালিত জীবনাদর্শ আমাদের সকলকে অনুসরণ করতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।