মমতা পরিচালিত এএলএফ (কৃষি, মৎস ও প্রানিসম্পদ) ইউনিটের প্রাণিসম্পদ খাতের আওতায় কর্ণফুলী উপজেলার কলেজ বাজার শাখায় সম্প্রতি উপকারভোগীদের মাঝে বিনামূল্যে টার্কির বাচ্চা, বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়। পিকেএসএফের সহায়তায় পরিচালিত ইউনিটের আওতায় এ পর্যায়ে মোট ১০জনকে এসব সামগ্রী বিতরণ করা হয়। মমতার প্রধান নির্বাহী রফিক আহমদের সার্বিক নির্দেশনায় উপকারভোগীদের মাঝে সামগ্রী বিতরণ করেন মমতার সহকারী প্রধান নির্বাহী মোহাম্মদ শাহারিয়ার। প্রেস বিজ্ঞপ্তি।