মমতা পরিচালিত কৃষি ইউনিটের আওতায় গত ২৭ জুন কর্ণফুলী উপজেলার মধ্য শিকলবাহা সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে ১৮ জন মমতার উপকারভোগীদের মধ্যে সবজি ও ফলমূল উৎপাদন নিশ্চিতকরনে গাছের চারা, কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।
বিতরণকৃত উপকরণের মধ্যে রয়েছে বিভিন্ন ফলজ গাছের চারা, খরিপ-২ মৌসুমি সবজি বীজ, কেঁচো সার ও রাসায়নিক সার, শস্য নিবিড়তা বৃদ্ধির লক্ষ্যে আরও ৫ জন উপকারভোগীদের মাঝে আমন মৌসুমের ধানের বীজ ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। এছাড়াও উক্ত অনুষ্ঠানে মমতার মৎস্য ও প্রাণিসম্পদ ইউনিটের মৎস্য খাতের ৫ জন সদস্যর মাঝে গাছের চারা, কৃষি উপকরণ, মজুদ ব্যবস্থাপনার জন্য বিভিন্ন ঔষধ সামগ্রী বিতরণ করা হয়েছে।
পিকেএসএফ এর আর্থিক ও কারিগরী সহায়তায় পরিচালিত উক্ত ইউনিটের আয়োজিত বিতরণ অনুষ্ঠানে সদস্যদের হাতে গাছের চারা ও কৃষি উপকরণ তুলে দেন কর্ণফুলী উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মো. দিদারুল ইসলাম চৌধুরী। মমতার প্রধান নির্বাহী রফিক আহমদের সার্বিক নির্দেশনায় বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মমতার কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ ইউনিটের সহকারী পরিচালক, মমতার সঞ্চয় ও ঋনদান কর্মসূচির সহকারী পরিচালকবৃন্দ সহ অন্যান্য কর্মকর্তা-কর্মীবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।