মমতার কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ উপকরণ বিতরণ

| শনিবার , ২৩ সেপ্টেম্বর, ২০২৩ at ৫:২৩ পূর্বাহ্ণ

বেসরকারী উন্নয়ন সংস্থা মমতার কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ ইউনিটের আওতায় সদস্যদের মাঝে বিনামূল্যে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ উপকরণ বিতরণ করা হয় সম্প্রতি। আনোয়ারা উপজেলাস্থ মমতার চাতুরী শাখার প্রাঙণে অনুষ্ঠিত উপকরণসমূহ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মমতার প্রধান নির্বাহী রফিক আহামদ। বিতরণকৃত উপকরণ সমূহের মধ্যে কৃষিতে ১৫ জন সদস্যকে মালচিং পেপার ব্যবহার করে সবজী চাষ, উচ্চফলনশীল ধানের বীজ, সার ও সহায়ক উপকরণ সমুহ, মৎস্য খাতে ৬ জন সদস্যকে সূবর্ণ রুই, কার্প মোটাতাজাকরন, অফ ফ্ল্যাভার পাঙাস মাছ চাষের সহায়ক উপকরণ, পুকুর পাড়ে সবজী চাষের উপকরণ, এবং প্রাণিসম্পদ খাতে ৫ জন সদস্যকে পাঁঠা মোটাতাজাকরন, উত্তম ব্যবস্থাপনা গাভী পালনের জন্য ডেইরী উপকরণ সহ সংশ্লিষ্ট সহায়ক উপকরণ বিতরণ করা হয়। বিতরণকালে আরও উপস্থিত ছিলেন মমতার উপপ্রধান নির্বাহী মো. ফারুক, সহকারী প্রধান নির্বাহী মোহাম্মদ শাহারিয়ার, কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ ইউনিটের সহকারী পরিচালক মু. এনামুল হক সহ উক্ত ইউনিটের কর্মকর্তাবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারী প্রবাসী কমিউনিটি আবুধাবির মতবিনিময় সভা
পরবর্তী নিবন্ধড. মনজুরুল কিবরিয়ার সাথে রেজাউল করিম ফাউন্ডেশনের মতবিনিময়