মমতার কার্যক্রম পরিদর্শনে এমআরএ এর ইভিসি অধ্যাপক

| শুক্রবার , ১৮ এপ্রিল, ২০২৫ at ৬:৪৩ পূর্বাহ্ণ

মমতা’র কার্যক্রম পরিদর্শন করেন এমআরএএর এক্সিকিউটিভ ভাইসচেয়ারম্যান (ইভিসি) অধ্যাপক ড. মোহাম্মদ হেলাল উদ্দিন। গত ১২ এপ্রিল চট্টগ্রাম মহানগর ও জেলায় অবস্থিত বিভিন্ন প্রকল্প, কর্মসূচি পরিদর্শন করেন তিনি। কর্মসূচির মধ্যে মমতা মাতৃসদন হাসপাতাল, মমতা স্কুল এন্ড কলেজ, মমতা শিশু দিবাযত্ন কেন্দ্র, শিশু সুরক্ষা কর্মসুচির চাইল্ড স্পেস সেন্টার, মমতা ডেইরী ফার্ম, ট্রেণিং এন্ড ডেমোনেস্ট্রেশন সেন্টার সহ অন্যান্য কার্যক্রম সরেজমিন পরিদর্শন। এসময় উপস্থিত ছিলেন মমতার প্রধান নির্বাহী রফিক আহামদ, এমআরএএর পরিচালক মোহাম্মদ আব্দুল মান্নান, এমআরএসহকারী পরিচালক (পিএস টু ইভিসি) মো. রবিউল ইসলাম, মমতা’র উপপ্রধান নির্বাহী মো. ফারুক, সহকারী প্রধান নির্বাহী মোহাম্মদ শাহারিয়ার, সিনিয়র পরিচালক স্বপ্না তালুকদার, পরিচালক তৌহিদ আহমেদ প্রমুখ।

পরিদর্শনকালে এমআরএএর এঙিকিউটিভ ভাইসচেয়ারম্যান (ইভিসি) অধ্যাপক ড. মোহাম্মদ হেলাল উদ্দিন মমতা’র সামাজিক ও কল্যানমূখী কার্যক্রম সমূহের প্রশংসা করেন এবং এর ধারাবাহিকতা বজায় রাখার প্রতি গুরুত্বারোপ করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনিঃশ্বাসের নীরবতা
পরবর্তী নিবন্ধবাঁশখালীতে অগ্নিদুর্গতদের মাঝে নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ