মমতা পরিচালিত সমৃদ্ধি কর্মসূচির উদ্যোগে চন্দনাইশ উপজেলায় সম্প্রতি আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৫ উদযাপন করা হয়েছে। দিবসের প্রতিপাদ্য ছিলো ‘একদিন তুমি পৃথিবী গড়েছো, আজ আমি স্বপ্ন গড়বো, সাথে তোমায় রাখবো আগলে’। এ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন চন্দনাইশ উপজেলার সমৃদ্ধি প্রবীণ কমিটির সভাপতি সাইফুল ইসলাম খান। বক্তব্য রাখেন মমতার সিনিয়র সহকারী পরিচালক পার্থ সারথী বড়ুয়া। উপস্থিত ছিলেন সমৃদ্ধি ও প্রবীণ কর্মসূচির সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দসহ প্রবীণ জনগোষ্ঠীর প্রতিনিধিবৃন্দ। পিকেএসএফ এর সহায়তায় মমতা চন্দনাইশ উপজেলায় সমৃদ্ধি ও প্রবীণ কর্মসূচির কার্যক্রম বাস্তবায়ন করছে। বক্তারা বলেন, প্রবীণরা দেশের অমূল্য সম্পদ, তাদের অভিজ্ঞতা ও জ্ঞানের সমন্বয়ে সমাজে তারুণ্যের ইতিবাচক দিকগুলো তুলে আনা সম্ভব হবে। তাই প্রতিটি প্রবীণ ব্যক্তিকে সমাজে মর্যাদার সাথে বিবেচনা করতে হবে। মমতা সেই লক্ষ্যে প্রবীণ কর্মসূচি বাস্তবায়ন করছে।