‘প্রতিদিন এক গ্লাস দুধ পান করুন, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করুন’ এই প্রতিপাদ্যে মমতা পরিচালিত মৎস্য ও প্রাণিসম্পদ ইউনিটের আওতায় প্রাণিসম্পদ খাতের উদ্যোগে বিশ্ব দুগ্ধ দিবস পালিত হয়েছে। বৈশ্বিক খাদ্য হিসেবে দুধের গুরুত্ব তুলে ধরার লক্ষ্যে ২০০১ সাল থেকে প্রতি বছর ১ জুন দুগ্ধ দিবস পালিত হচ্ছে।
এ উপলক্ষে মমতা প্রানিসম্পদ ইউনিটের উদ্যোগে কর্ণফুলী উপজেলার জুলধায় জামেয়াতুল মদিনা মাদ্রাসায় শিক্ষার্থীদের অংশগ্রহণে দুধের পুষ্টি ও গুণাবলী নিয়ে আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা সুলতানা। পিকেএসএফের সহায়তায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণসহ শিক্ষার্থীদের মাঝে দুগ্ধপণ্য বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।