দেশ–বিদেশ থেকে স্বাধীনতাবিরোধী একটি চক্র প্রাণনাশের হুমকি দিচ্ছে বলে অভিযোগ তুলেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান। গতকাল সোমবার দুপুরে সুপ্রিম কোর্ট এনেঙ ভবনে ল’ রিপোর্টার্স ফোরামের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসে তিনি এ অভিযোগ তোলেন। ফজলুর রহমান বলেন, আমাকে মব সৃষ্টিকারীরা হত্যার হুমকি দিচ্ছে। আমার সেগুনবাগিচার ভাড়া বাসার সামনে ওরা অবস্থান নিয়েছে। আজ আপনাদের মাধ্যমে আমি সারা জাতিকে জানাতে চাই, বাংলাদেশের মানুষ আপনারা জেনে রাখুন, আমার জীবন বড় শঙ্কায় আছে। জুলাই গণঅভ্যুত্থান নিয়ে বিতর্কিত বক্তব্য দেওয়ায় ফজলুর রহমানের গ্রেপ্তারের দাবিতে গতকাল সোমবার তার বাসার সামনে অবস্থান নেয় কিছু মানুষ। আগের দিন কিছু মানুষ বিক্ষোভ করে তার নিজ এলাকা কিশোরগঞ্জে। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তার কুশপুত্তলিকায় আগুন দেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের (বাগছাস) নেতাকর্মীরা। খবর বিডিনিউজের।