মন্দির নির্মাণে কোটি টাকার সম্পত্তি দিলেন মুসলিম ব্যবসায়ী

| শুক্রবার , ১১ ডিসেম্বর, ২০২০ at ৬:২৪ পূর্বাহ্ণ

ভারতের বেঙ্গালুরুর এক মুসলিম ব্যবসায়ী মন্দির সংস্কারের জন্য তার জমির কিছু অংশ দান করেছেন। সে খবর দেশটির সোশ্যাল মিডিয়ায় আসার পর বেশ
প্রশংসিত হয়েছে।
বেঙ্গালুরুর কাদুগোদীর বাসিন্দা ওই মুসলিম ব্যবসায়ী বেঙ্গালুরু-হোসকোট হাইওয়ের কাছে হিন্দু মন্দির পুনর্নির্মাণের জন্য তার কিছু জমি দান করেছেন, যার আনুমানিক মূল্য ৮০ লাখ রুপি। বাংলাদেশি মুদ্রায় তা প্রায় কোটি টাকার কাছাকাছি। খবর বাংলানিউজের।
বেঙ্গালুরু পল্লীর ভালাগেরেপুরার ছোট হনুমান মন্দিরের কাছে প্রায় তিন একর জমির মালিক ৬৫ বছরের ওই মুসলিম ব্যবসায়ী। সংবাদ মাধ্যমকে ওই ব্যবসায়ী বলেন, ছয় মাস আগে যখন গ্রামবাসীরা মন্দিরটি সংস্কার করার সিদ্ধান্ত নিয়েছিল তখন আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমার জমির একটি ছোট অংশ ছেড়ে দেব। এখন তারা শান্তিতে প্রার্থনা করতে পারবে।

পূর্ববর্তী নিবন্ধবিভাগীয় মুজিববর্ষ বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টের ফাইনাল আজ
পরবর্তী নিবন্ধচ্যাঙই-৫ চন্দ্র অভিযানের যে নারীকে নিয়ে চীনে মাতামাতি