গতকাল বুধবার সকালে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন এনআইডি দিয়ে ট্রেনের টিকেট বিক্রি কার্যক্রম পদ্ধতিটি উদ্বোধন করে বলেন, আন্তঃনগর ট্রেনের টিকেট কাটতে এই পদ্ধতি চালু হলেও ধীরে ধীর লোকাল ট্রেনেও তা চালু হবে।
তিনি মনে করেন, এই পদ্ধতি টিকেটের কালোবাজারি থামাবে। আগে একটি টিকেট থাকলেই ভ্রমণ করা যেত। কিন্তু নতুন নিয়মে টিকেট থাকলেই ট্রেনে চড়া যাবে না। যার টিকেট তাকে ভ্রমণ করতে হবে। খবর বিডিনিউজের।
তিনি বলেন, অন্যের নামে কাটা টিকেটে ভ্রমণ করা যাবে না। যদি কেউ অন্যের টিকিটে ভ্রমণ করে তবে সেটি বিনা টিকিটে ভ্রমণ করা হয়েছে বলে গণ্য হবে।
একইসঙ্গে বিনা টিকিটে ভ্রমণের দায়ে সেই যাত্রীকে জরিমানা দিতে হবে, হুঁশিয়ার করেন তিনি। এখন থেকে টিকেট কেটে যাত্রা বাতিল করতে চাইলে অনলাইন পেমেন্ট গেটওয়ে দিয়েই টাকা ফেরত পাওয়া যাবে বলে জানান সুজন।