দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, এবিএম ফজলে করিম চৌধুরী এমপি, ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি, নজরুল ইসলাম চৌধুরী এমপিসহ গতকাল বুধবার পর্যন্ত ১৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এরমধ্যে আওয়ামী লীগের ৫ মন্ত্রী–এমপি, স্বতন্ত্র ৩ প্রার্থী, বাংলাদেশ কল্যাণ পার্টির ১ জন, জাসদের ২ জন, ইসলামী ফ্রন্ট বাংলাদেশের ২ জন, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট–বিএনএফ’র ১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
গতকাল বুধবার পর্যন্ত আওয়ামী লীগের ৫ হেভিওয়েট প্রার্থী তাদের মনোনয়নপত্র রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এবং সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জমা দিয়েছেন। গতকাল দুপুর ১টা ৫০ মিনিটে পুলিশ প্রটোকল ছাড়া জেলা প্রশাসক কার্যালয়ে চট্টগ্রাম–৭ আসনে (রাঙ্গুনিয়া–বোয়ালখালী আংশিক) আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এবং এই আসনের বতর্মান সংসদ সদস্য তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ মনোনয়নপত্র জমা দেন। এসময় তিনি দলের কয়েকজন সিনিয়র নেতা এবং আইনজীবী তাঁর সাথে ছিলেন।
এদিকে গতকাল দুপুরে চট্টগ্রাম–১৩ আনোয়ারা–কর্ণফুলী আসনের আওয়ামী লীগের প্রার্থী ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে তাঁর মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এদিকে গত মঙ্গলবার চট্টগ্রাম–৬ রাউজান আসনের আওয়ামী লীগের প্রার্থী বর্তমান সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ে তাঁর মনোনয়নপত্র জমা দিয়েছেন।
চট্টগ্রাম–১৫ সাতকানিয়া–লোহাগাড়া আসনে আওয়ামী লীগের প্রার্থী ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি কেন্দ্রীয় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিনসহ, দক্ষিণ ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দের সাথে নিয়ে সহকারী রিটার্নিং অফিসার ও সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন বিশ্বাসের কাছে তাঁর মনোনয়নপত্র জমা দিয়েছেন।
চট্টগ্রাম–১৪ (চন্দনাইশ–সাতকানিয়া আংশিক) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. নজরুল ইসলাম চৌধুরী এমপি তাঁর মনোনয়নপত্র জমা দিয়েছেন। গতকাল বুধবার বিকেলে তিনি চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানের নিকট তার মনোনয়নপত্র জমা দেন।
চট্টগ্রাম–২ আসনে ইসলামিক ফ্রন্ট প্রার্থী মীর মুহাম্মদ ফেরদৌস আলম তাঁর মনোনয়নপত্র জমা দিয়েছেন। চট্টগ্রাম–২ ফটিকছড়ি আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন মোহাম্মদ শাহজাহান।
চট্টগ্রাম–৩ সন্দ্বীপ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন জাসদের নুরুল আকতার।
চট্টগ্রাম–৫ হাটহাজারী আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বাংলাদেশ কল্যাণ পার্টির মেজর জেনারেল সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম। চট্টগ্রাম–৭ আসন থেকে ইসলামিক ফ্রন্ট প্রার্থী আহমদ রেজা মনোনয়নপত্র জমা দিয়েছেন। চট্টগ্রাম–৮ আসন থেকে বিএনএফ প্রার্থী এস এম আবুল কালাম আজাদ মনোনয়নপত্র জমা দিয়েছেন। চট্টগ্রাম–১১ বন্দর–পতেঙ্গা আসনে গতকাল মনোনয়নপত্র জমা দিয়েছেন জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো. জসিমুদ্দীন বাবুল।
চট্টগ্রাম–১২ আসনে স্বতন্ত্র থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন মো. ইলিয়াছ মিয়া।
চট্টগ্রাম–১৬ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী মো. খালেকুজ্জামান।