ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ের ওয়েব সিরিজ ‘মন্টু পাইলট’ এর দ্বিতীয় সিজনে টালিগঞ্জের অভিনেত্রী শোলাঙ্কি রায়ের বদলে ঢাকার অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলাকে নেওয়ার খবর এসেছে ভারতীয় গণমাধ্যমে। খবর বিডিনিউজের। হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, টালিগঞ্জের পরিচালক দেবালয় ভট্টাচার্যের আলোচিত এ সিরিজ থেকে শোলাঙ্কি সরে দাঁড়ানোয় তার চরিত্রে মিথিলাকে নেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে হইচইয়ের মুখপাত্র সালাঙ্কারা বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করা হলে তার সাড়া পাওয়া যায়নি। যৌন পল্লী ও যৌনকর্মীদের জীবনযাপনের গল্পে নির্মিত এ ওয়েব সিরিজের প্রথম সিজন মুক্তি পেয়েছিল ২০১৯ সালে ডিসেম্বরে। সেখানে মন্টু পাইলটের চরিত্রে অভিনয় করেন টালিগঞ্জের অভিনেতা সৌরভ দাস, শোলাঙ্কি রায়কে দেখা যায় একজন যৌনকর্মীর চরিত্রে। নতুন সিজনেও কেন্দ্রীয় চরিত্রে সৌরভই থাকছেন, শোলাঙ্কির চরিত্রে অভিনয়ের প্রস্তাব কৌশানী, দেবলীনা চট্টোপাধ্যায়সহ কয়েকজন অভিনয়শিল্পী ফিরিয়ে দিলেও মিথিলা তাতে রাজি হয়েছেন বলে হিন্দুস্তান টাইমসের খবর। এর আগে রিঙ্গো ব্যানার্জির পরিচালনায় ‘আ রিভার ইন হ্যাভেন’ ও রাজর্ষি দে’র পরিচালনায় ‘মায়া’ সিনেমায় কাজ করেছেন মিথিলা।