মনোরেলে এবার চীনের আরেক প্রতিষ্ঠানের প্রস্তাব

মেয়রের সাথে সাক্ষাৎ

আজাদী প্রতিবেদন | বুধবার , ৯ জুন, ২০২১ at ৬:১৭ পূর্বাহ্ণ

এবার নগরীতে মনোরেল চালু করতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে (চসিক) প্রস্তাব দিয়েছে চায়না প্রতিষ্ঠান উইটেক। প্রতিষ্ঠানটির একটি প্রতিনিধিদল গতকাল মঙ্গলবার টাইগারপাসের চসিক কার্যালয়ে মেয়রের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় মেয়র তাদের স্বাগত জানান। এর আগে ১৯ মে মনোরেল চালুর প্রস্তাব করেছিল চীনের আরেকটি প্রতিষ্ঠান উইহায় ইন্টারন্যাশনাল ইকোনোমিক অ্যান্ড টেকনিক্যাল কো-অপারেটিভ কোম্পানি লিমিটেড ও চায়না রেলওয়ে কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেডের একটি টিম। গতকাল উইটেকের প্রস্তাবের প্রেক্ষিতে মেয়র রেজাউল করিম চৌধুরী বলেন, মনোরেল ব্যবস্থাপনা নগরের জন্য কতটা বাস্তবসম্মত তার সম্ভাব্যতা যাচাই অপরিহার্য। মনোরেল চালুর জন্য প্রথম পদক্ষেপ নিতে প্রয়োজন এর চলাচলের রুট নির্ধারণ করা। এ ব্যাপারে চট্টগ্রাম নগরকে ঘিরে যে সেবা সংস্থাগুলো আছে তাদের মতামত নেয়া প্রয়োজন। এই মতামতের ভিত্তিতে উইটেকের প্রস্তাবনা বিবেচনায় নেয়া হবে। প্রসঙ্গত, মনোরেল হলো আধুনিক প্রযুক্তি সম্পন্ন রেল ব্যবস্থা। মনোরেলের ক্ষেত্রে মেট্রোরেলের চেয়ে ৪০ শতাংশ অর্থের সাশ্রয় হবে। এর জন্য ব্যাপক জায়গার প্রয়োজন হয় না এবং স্থাপনার মধ্যেও লাইনটি চালু করা যায়। অন্যদিকে দুই-আড়াই বছরের মধ্যে মনোরেল স্থাপন করে চালু করা সম্ভব। উইটেক প্রতিনিধি দলের সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন চসিকের নির্বাহী কর্মকর্তা কাজী মুহাম্মদ মোজাম্মেল হক, সচিব খালেদ মহামুদ, মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম, প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ঝুলন কুমার দাশ, নির্বাহী প্রকৌশলী বিপ্লব দাশ, উইটেকের ব্যবস্থাপনা পরিচালক লি মেং, মেট্রোরেল প্রকল্পের ও কোডাওয়ারি ইঞ্জিনিয়ারিং ও কনস্ট্রাকশন কোম্পানির প্রকৌশলী আবিদ রহমান তানভীর, মাওয়া গ্রুপের পরিচালক আহনাফ আকিব, দিদার আলম।

পূর্ববর্তী নিবন্ধপানিতে অনুমোদন নেই ।।পাউরুটিতে অগ্রিম তার।। দুই প্রতিষ্ঠানকে জরিমানা
পরবর্তী নিবন্ধবিএনপি হয়ত বজ্রপাতের দায়ও সরকারকে দেবে : কাদের