আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় পার্টির একাংশের শীর্ষ নেতারা নিজ নিজ সংসদীয় আসনের জন্য দলীয় মনোনয়নপত্র গ্রহণ করেছেন। গতকাল শনিবার জাতীয় পার্টি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। খবর বাংলানিউজের।
মনোনয়নপত্র গ্রহণকারী নেতাদের মধ্যে রয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, মহাসচিব এবি এম রুহুল আমিন হাওলাদার, সিনিয়র কো–চেয়ারম্যান কাজী ফিরোজ রশিদ এবং প্রেসিডিয়াম সদস্য নাসরিন জাহান রত্না। এ সময় নেতারা বলেন, জাতীয় পার্টি গণতন্ত্র, সুশাসন ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় দৃঢ় প্রতিজ্ঞ। আসন্ন নির্বাচনে দলীয় প্রার্থী ও নেতাকর্মীদের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে জনগণের সমর্থন অর্জনের আশাবাদ ব্যক্ত করেন তারা।












