মনোনয়নপত্র বিতরণ শুরু কাল থেকে

বাফুফে নির্বাচনের তফসিল ঘোষণা

ক্রীড়া প্রতিবেদক | মঙ্গলবার , ৮ অক্টোবর, ২০২৪ at ৬:২৪ পূর্বাহ্ণ

আগামী ২৬ অক্টোবর অনুষ্ঠিত হবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচন। আর এই নির্বাচনের জন্য গতকাল তফসিল ঘোষণা করা হয়েছে। গতকাল সোমবার বাফুফে নির্বাচনের জন্য গঠিত কমিশনের প্রধান মেজবাহ উদ্দিন ঘোষিত তফসিল অনুযায়ী আগামীকাল বুধবার থেকে শুরু হবে মনোনয়নপত্র বিতরণ। আর সে মনোনয়নপত্র বিতরণ করা হবে ৯, ১০ ও ১২ অক্টোবর। এরপর মনোনয়ন দাখিলের জন্য সময় দেওয়া হবে ১৪ ও ১৫ অক্টোবর। আর যাচাইবাছাই হবে ১৬ অক্টোবর। এছাড়া মনোনয়নপত্রের ওপর আপত্তি দাখিল করা যাবে ১৭ অক্টোবর এবং শুনানি হবে ১৮ অক্টোবর। মনোনয়নপত্র প্রত্যাহারের সময় দেওয়া হয়েছে দেড়দিন। ১৯ অক্টোবর সারাদিন ও ২০ অক্টোবর দুপুর পর্যন্ত মনোনয়ন প্রত্যাহার করা যাবে। এরপর ২০ অক্টোবর বিকেলে চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। এরপর নির্বচানের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ২৬ অক্টোবর । এদিন দুপুর ২ থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ।

এবারের নির্বাচনে পদভেদে মনোনয়নপত্রের দাম নির্ধারণ করা হয়েছে। সভাপতি পদে নির্বাচনের জন্য ১ লাখ টাকা পরিশোধ করে মনোনয়ন পত্র কিনতে হবে। আর সিনিয়র সহসভাপতি পদের মনোনয়ন পত্র কিনতে লাগবে ৭৫ হাজার টাকা। এছাড়া সহসভাপতি ৫০ হাজার টাকা ও সদস্য পদের জন্য ২৫ হাজার টাকা খরচ করে মনোনয়ন ফরম কিনতে হবে। সভাপতি, সিনিয়র সহসভাপতি, ৪ জন সহসভাপতি ও ১৫ টি সদসে পদের নির্বাহী কমিটি নির্বাচন অনুষ্ঠিত হবে। আর এই নির্বাচনে ১৩৩ জন কাউন্সিলর ভোটাধিকার প্রয়োগ করবেন। এবারের নির্বাচনে অংশ নিচ্ছেননা গত চার মেয়াদে সভাপতি থাকা কাজি সালাহউদ্দিন। তবে এরই মধ্যে দুজন সভাপতি পদে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন। তাদের একজন হলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাবেক সহ সভাপতি তাবিত আউয়াল এবং অন্যজন তরফদার রুহুল আমিন।

পূর্ববর্তী নিবন্ধকাপ্তাইয়ে স্কুল ভিত্তিক দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত
পরবর্তী নিবন্ধওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকাকে হারাতে আত্মবিশ্বাসী বাংলাদেশের মেয়েরা