মনের শহর

সুলতানা বেগম | বৃহস্পতিবার , ১১ জুলাই, ২০২৪ at ৮:২৪ পূর্বাহ্ণ

মনের শহরে বৃষ্টি যে থামছে না,

জলকাদামগ্ন ঘোলাটে শহরে

ভয়ানক নীরবতা বাজাচ্ছে ঘণ্টা!

কী করে থাকি বলো তুমি হীন এ শহরে?

তুমি ছাড়া বৃষ্টি বেহাগ ছড়ায় না

কোন মায়াবী অনুরাগ,

ধূসর পর্দায় আবীরের রং পৌঁছায় না।

তুমি না এলে ভাঙবে না সূর্যের রাগ।

ক্রমাগত বর্ষণে ধুয়ে গেছে সব কোলাহল,

প্রলয়ের আঁধার যেন চারিদিকে ;

প্রদীপের সলতেটা আটকেছে নিঃশেষিত পল

তুমি না এলে হারাবো সব দিক।

আসুক একটা রোদ ঝকঝকে দিন,

মেহগনির বনে মিষ্টি দোয়েল শিষ দিয়ে যাক,

তুমি আমি হেঁটে যাবো একদিন,

পিচঢালা রাস্তার সীমাটা যত দূরেই হারাক।

পূর্ববর্তী নিবন্ধতুমি
পরবর্তী নিবন্ধআড্ডার আসর বসে না আর