মনের ভেতর মন থাকে না

এমরান চৌধুরী | বুধবার , ১৭ নভেম্বর, ২০২১ at ৫:৫৬ পূর্বাহ্ণ

মনের ভেতর মন থাকে না
মন হয়ে যায় উড়ো
মন হয়ে যায় কেওকেরাডং
হিমালয়ের চূড়ো।

মনের ভেতর বনের পাখির
নিত্য ছোটাছুটি
মন নিয়ে তাই নিজের মতো
খাচ্ছি লুটোপুটি।

মায়ের মানা বাবার আদেশ
বোনের খবরদারি
মন দিতে চায় নিজের মতো
সাত সমুদ্র পাড়ি।

মন তো থাকে মনের মতো
মন মানে না মানা
মনের রাজ্যে তাই দিও না
কেউ কখনো হানা।

পূর্ববর্তী নিবন্ধহেমন্ত
পরবর্তী নিবন্ধদূরের ডাক