চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম বলেছেন, মানবতাই হচ্ছে পরম ধর্ম। মনুষ্যত্বের আলো জেলে দরিদ্র জনগোষ্ঠীর পাশে দাঁড়াতে হবে। আন্তজার্তিক স্বেচ্ছাসেবী সংগঠন এপেক্স ক্লাব অব চট্টগ্রামের ৫৮ তম পালাবদল ও অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। প্রতিষ্ঠালগ্ন থেকে এপেক্স ক্লাব অব চট্টগ্রাম পিছিয়ে পড়া জনগোষ্ঠীর দুঃখ–র্দুদশা লাঘবে কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, আমাদের সামর্থ্যের ভিত্তিতে তাদের পাশে দাঁড়ানোর তাওফিক দান করুন। জিইসি মোড়স্থ একটি হোটেলের হল রুমে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পালাবদল কমিটির চেয়ারম্যান হাসান আহসানুল কবির সুজন।
বিশেষ অতিথি ছিলেন এপেক্স বাংলাদেশের জাতীয় সভাপতি মাহমুদুল হক সাবু, সহ–সভাপতি এনামুল হক মিলন, চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সালাউদ্দিন মো. রেজা, সদ্য বিদায়ী জাতীয় সভাপতি ইলিয়াস জসিম, সাবেক জাতীয় পরিচালক এম. বেলাল হোসেন। জেলা ৩ এর গভর্নর শেখ আখতারুজ্জামান পারভেজের পরিচালনায় এতে উপস্থিত ছিলেন কুতুবদ্দৌলা, ডা. জবিউল হোসেন, মহিউদ্দীন শাহ আলম নিপু, ইয়াসিন চৌধুরী, সাবেক গভর্নর জাকির হোসেনসহ ১৯টি ক্লাবের এপেক্সিয়ানরা।
বিদায়ী সভাপতি জিয়াউল হক জিল্লু চলতি বর্ষের নির্বাচিত মেজবাহ উদ্দিন খন্দকারকে দায়িত্ব হস্তান্তর করেন। নতুন বোর্ডের অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন সভাপতি মেজবাহ উদ্দিন খন্দকার, এসভিপি এস.এম. আশরাফ উদ্দিন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।











