মনিরুজ্জামান ইসলামাবাদী স্মরণে পুরস্কার বিতরণ

| শুক্রবার , ১৮ নভেম্বর, ২০২২ at ৪:৩৩ পূর্বাহ্ণ

বৃটিশ বিরোধী আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব, সাংবাদিকতার পথিকৃৎ মাওলানা মনিরুজ্জামান ইসলামাবাদীর ৭২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল গত ১৫ নভেম্বর কদম মোবারক মুসলিম এতিমখানার প্রাক্তন ছাত্রদের উদ্যোগে মোমিন রোডস্থ এতিমখানা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
হাজী মোহাম্মদ আলীর সভাপতিত্বে ও মোহাম্মদ আরিফের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ.জ.ম নাছির উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের ভাইস প্রেসিডেন্ট সৈয়দ মোর্শেদ হোসেন, মো. শফি খান, মো. আবুল কাশেম, আজাদ নিজামুল হক, আহমদ ছফা, আলাউদ্দিন প্রমুখ। বক্তারা বলেন মনিরুজ্জামান ইসলামাবাদী ছিলেন অসামপ্রদায়িক মানুষ গড়ার কারিগর। তার ত্যাগী জীবন সকলের জন্য অনুসরনীয়। কদম মোবারক মুসলিম এতিমখানা তার অন্যতম কীর্তি। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধছিনতাইয়ের প্রস্তুতিকালে ছোরাসহ ৫ জন গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধকারাগারে প্রথম শ্রেণির মর্যাদা চান ডা. সাবরিনা