কদম মোবারক মুসলিম এতিমখানার প্রতিষ্ঠাতা মাওলানা মনিরুজ্জামান ইসলামাবাদীর ৭০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বৃহত্তর চট্টগ্রাম অধিকার আন্দোলনের উদ্যোগে গত শনিবার আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়া মরহুমের কবরে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
আলোচনা সভায় বক্তারা মনিরুজ্জামান ইসলামাবাদীর নামে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একটি হলের নামকরণ, চট্টগ্রাম সিটি কর্পোরেশন কর্তৃক তাঁর নামে প্রতিষ্ঠিত সড়কের পুনঃনামকরণ, দেয়াং পাহাড়ে জাতীয় আরবি বিশ্ববিদ্যালয়ের প্রধান ক্যাম্পাস স্থাপন ও পাঠ্যপুস্তকে জীবনী অন্তর্ভুক্ত করার দাবি জানান। আলোচনায় অংশ নেন গেরিলা মুক্তিযোদ্ধা ফজল আহমদ, বৃহত্তর চট্টগ্রাম অধিকার আন্দোলনের সভাপতি অধ্যক্ষ মুকতাদের আজাদ খান, চট্টগ্রাম ইতিহাস চর্চা কেন্দ্রের সভাপতি সোহেল মো. ফখরুদ-দীন, অধ্যাপক মুছা কলিম উল্লাহ, প্রিমিয়ার হাসপাতালের জিএম মো. আবু বকর, কবি আবু মুছা চৌধুরী, ব্যাংকার মো. একরামুল হক, মানবাধিকার কর্মী সালাউদ্দিন লিটন, রেজাউল করিম তালুকদার, প্রাথমিক চিকিৎসক সোসাইটির কেন্দ্রীয় চেয়ারম্যান ডা. মাহবুবুল আলম, সজল দাশ, শিপক কুমার নন্দী ও মো. মোজাম্মেল হক শামীম। প্রেস বিজ্ঞপ্তি।