মাওলানা মনিরুজ্জামান ইসলামাবাদী ছিলেন সুশিক্ষার জাগরণে দূরদর্শী সংগঠক, সংবাদ মাধ্যমের পথিকৃৎ, সমাজ সংস্কারক, উদারচিন্তার ইসলামি চিন্তাবিদ। তাঁর অদম্য কর্মপ্রয়াস ইতিহাসে অবিস্মরণীয় হয়ে থাকবে।
কদম মোবারক মুসলিম এতিমখানার প্রতিষ্ঠাতা মাওলানা মনিরুজ্জামান ইসলামাবাদীর ৭০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ.জ.ম নাছির উদ্দিন উপরোক্ত মন্তব্য করেন।
গতকাল শনিবার কদম মোবারক মুসলিম এতিমখানার উদ্যোগে মোমিন রোডস্থ এতিমখানা প্রাঙ্গণে স্মরণসভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লায়ন সৈয়দ মোরশেদ হোসেন। এসডিজি ইয়ুথ ফোরামের সভাপতি নোমান উল্লাহ বাহারের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক ড. জিনবোধি ভিক্ষু, অধ্যাপক ড. আফম খালিদ হোসেন, শহীদুল ইসলাম, চৌধুরী হাসান মাহমুদ হাসনী, হাজী মো. সাহাবউদ্দীন, মো. খোরশেদ আলম, নাজমুল হক ডিউক, অধ্যক্ষ ড. সানাউল্লাহ, আল্লামা বদিউল আলম রিজভী, অধ্যক্ষ আবু তালেব বেলাল, আবুল কাশেম, এ.এম.এস. ইসলামাবাদী গাজী, সোহেল মোহাম্মদ ফখরুদ্দিন, আলাউদ্দীন আলী নূর, মুহিবুল হক ছিদ্দিকী, আজাদ উল্ল্যাহ খান, হাবিব উল্লাহ, শিক্ষক আবু জহুর, আকাশ ইকবাল, লায়ন এম.এ হোসেন বাদল, মাওলানা রিদওয়ানুল হক, হাফেজ মাওলানা ইকরাম হোসেন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।