মনিরুজ্জামান ইসলামাবাদীর কর্ম ও ধ্যান ছিল সাধারণ মানুষের সুশিক্ষায়

মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় মেয়র

| শনিবার , ২৫ অক্টোবর, ২০২৫ at ১০:৫৭ পূর্বাহ্ণ

চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মওলানা মনিরুজ্জামান ইসলামাবাদী প্রখ্যাত আলেম হওয়া সত্ত্বেও ধর্মান্ধ ছিলেন না। বরং যুক্তিবাদী, বিজ্ঞানমনস্ক ও জনসেবক ছিলেন। উপমহাদেশে জনদরদী একজন দেশপ্রেমিক, উদার মানবতাবাদী, সাংবাদিকতা জগতের পথিকৃৎ, ত্যাগের মহিমায় ভাস্বর রাজনীতিবিদ, শিক্ষক এবং বহুদর্শী বিচক্ষণ সাংগঠনিক ব্যক্তিত্ব ছিলেন। তার কর্ম ও ধ্যান ছিল সাধারণ মানুষের সুশিক্ষা, নৈতিক মূল্যবোধ, আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিকভাবে জ্ঞান দান, বৃটিশবিরোধী আন্দোলনে নেতৃত্বদান। চলমান অসংযত ধর্মীয় নগ্নতান্ডাব প্রতিহত করতে নতুন প্রজন্ম ইসলামাবাদীর জীবন ও আদর্শ অনুসরণ অপরিহার্য। তিনি বাল্যবিবাহ, নারী নির্যাতন রোধ, সমাজের কুসংস্কার, দুর্নীতি প্রতিরোধে উদ্বুদ্ধ করেন। শিক্ষার্থীদের বিশেষত মাদ্রাসা ছাত্রদের রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি, ভূগোল, ইতিহাস, আধুনিক দর্শন ও বিজ্ঞান সম্পর্কে অর্থকরী বিদ্যা শিক্ষার উপর গুরুত্বারোপ করেন। তিনি ভূগোল শাস্ত্রে পারদর্শী ছিলেন। নতুন প্রজন্মকে বিজ্ঞান, ইংরেজি ও কারিগরি শিক্ষার প্রতি অগ্রগামী করতে বিভিন্ন পদক্ষেপ ও প্রচারণা চালান।

গতকাল শুক্রবার মওলানা মনিরুজ্জামান ইসলামাবাদীর ৭৫ তম মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মেয়র এসব কথা বলেন। লায়ন এস এম মোর্শোদ হোসেনের সভাপতিত্বে কদম মোবারক মুসলিম এতিমখানা প্রাঙ্গণে আয়েজিত সভায় বিশেষ অতিথি ছিলেন সরকারি টিচার্স ট্রেনিং কলেজের শিক্ষক ড. শামসুদ্দীন শিশির, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারীপরিচালক মো. জসিম উদ্দিন, কদম মোবারক শাহী জামে মসজিদের খতিব মাওলানা বদিউল আলম রিজভী। সোহেল মো. ফখরুদ্দিনের পরিচালনায় বক্তব্য রাখেন আজাদ খান, সৈয়দ আলা উদ্দিন, হারুন জামান, জাকের হোসেন, গাজী ইসলামাবাদী, মোহাম্মদ হাবিব উল্লাহ, ইমরান হোসেন জুয়েল, মুজিবুল হক সিদ্দীকী, হাফেজ মো. আমান উল্লাহ, অধ্যক্ষ ড. সানা উল্লাহ, আলা উদ্দীন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমর্জাখীল দরবারের পীর সাহেবের ইন্তেকাল
পরবর্তী নিবন্ধধর্ম ও মহানবীকে নিয়ে কটূক্তি করায় যুবক আটক