মনির আহমদ চেয়ারম্যান স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

পটিয়া প্রতিনিধি | সোমবার , ৪ এপ্রিল, ২০২২ at ৬:৫২ পূর্বাহ্ণ

পটিয়ার হাইদগাঁওয়ে জমির স্পোর্টিং ক্লাব আয়োজিত ও চতুরঙ্গ ও ফুটন্ত ফুল ক্লাবের সৌজন্যে অনুষ্ঠিত মনির আহমদ চেয়ারম্যান স্মৃতি শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার রাতে চতুরঙ্গ মাঠে অনুষ্ঠিত খেলায় আনু চেয়ারম্যান ক্রিকেট টিম ৭ উইকেটে শাহ আমির স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন বিজয়ী দলের মিরাজ ও ম্যান অব দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হন রানার্স আপ দলের তুর্কি। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান শফিকুল ইসলাম মামুনের সভাপতিত্বে ও লিয়াকত আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আবু জাফর চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইউপি মেম্বার আবদুর রাজ্জাক, রিদুওয়ানুল করিম, সাংবাদিক শফিউল আজম, নাজমুল সাকের সিদ্দিকী, অজয় শীল, শেখ সোহেল, মীর এরশাদুর রহমান, আবদুল আলম বুুলু, নাজিম, মো. রিয়াজ, মো. মানিক প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধচন্দনাইশে শেখ রাসেল ফুটবল একাডেমির ফাইনাল খেলা সম্পন্ন
পরবর্তী নিবন্ধজাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপে চট্টগ্রামের শুভ সূচনা