মনাই ত্রিপুরা পল্লীর প্রাক প্রাথমিক বিদ্যালয়ে পুনরায় পাঠদান শুরু

ফরহাদাবাদ

হাটহাজারী প্রতিনিধি | সোমবার , ১০ জুলাই, ২০২৩ at ৬:২৮ পূর্বাহ্ণ

হাটহাজারীর ফরহাদাবাদ পাহাড়ি এলাকায় মনাই ত্রিপুরা পল্লীর প্রাকপ্রাথমিক বিদ্যালয়টি জেলা প্রশাসনের নির্দেশনায় চালু করা হয়েছে।

জান যায়, মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের আওতায় ২০১৯ সালে স্থানীয় নৃগোষ্ঠির শিশুদের লেখাপড়ার সুবিধার্থী বিদ্যালয়টি চালু করেছিলেন তৎকালীন উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুল আমীন। দেশে করোনা মহামারী শুরু হলে এই বিদ্যালয়ে শিক্ষক হিসেবে নিয়োগ প্রাপ্ত দিপন বালা ত্রিপুরার বেতন প্রায় দেড় বছর বন্ধ থাকে। ফলে দীর্ঘদিন বেতন না পেয়ে তিনি চাকুরি ছেড়ে দেন। পুনরায় শিক্ষক নিয়োগ না দেওয়া পর্যন্ত খণ্ডকালীন শিক্ষক নিয়োগ দিয়ে বিদ্যালয়টি চালু করেছে উপজেলা প্রশাসন। বন্ধ বিদ্যালয়টি চালু হওয়ায় শিক্ষার্থীরা মহাখুশি।

হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) ও সহকারি কমিশনার (ভূমি) মো. আবু রায়হান গণমাধ্যমকে জানান, জেলা প্রশাসকের নির্দেশনায় খণ্ডকালীন একজন অস্থায়ী শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। প্রকল্পের অধীনে নতুন শিক্ষক নিয়োগ না দেওয়া পর্যন্ত উপজেলা প্রশাসন বিদ্যালয়টি পরিচালনা করবে।

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ায় ৬ হাজার ৪শ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
পরবর্তী নিবন্ধপাঁচ ক্যান্সার-কিডনি রোগী পেলেন কোরবানির চামড়া বিক্রির লাখ টাকা