নগরের মনসুরাবাদ এলাকা থেকে অপহৃত ছয় মাস বয়সী এক শিশুকে কুমিল্লা থেকে উদ্ধার করেছে ডবলমুরিং থানা পুলিশ। এ সময় গ্রেপ্তার করা হয় অপহরণকারী সীমা আক্তারকে (৩২)। গত শনিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি হবিগঞ্জ সদর এলাকার বাসিন্দা।
তবে বসবাস করে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন এলাকায়।
জানা গেছে, মনসুরাবাদ মিয়াবাড়ী এলাকা থেকে ওই শিশুকে অপহরণ করা হয়। খোঁজাখুঁজি করে না পেয়ে শিশুর পিতা ডবলমুরিং থানায় জিডি করলে পুলিশ উদ্ধারে অভিযানে নামে। পরে কুমিল্লা রেলওয়ে স্টেশন এলাকা থেকে অপহৃত সীমাকে গ্রেপ্তার করে ওই শিশুকে উদ্ধার করে।
ডবলমুরিং থানার ওসি বাবুল আজাদ বলেন, শিশুটিকে অপহরণ করে কুমিল্লায় নিয়ে যায় অপহরণকারীরা। তথ্যপ্রযুক্তির পাশাপাশি গোয়েন্দা তথ্য সংগ্রহ করে শিশুটিকে উদ্ধার করা হয়েছে। নারী ও শিশু নির্যাতন দমন আইনে আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।