মনটা আমার নিত্য কাঁদে

ইকবাল বাবুল | বুধবার , ১২ অক্টোবর, ২০২২ at ৭:০৯ পূর্বাহ্ণ

মনটা আমার মোচড়ে ওঠে অক্টোবর এই মাস এলে
পাই যেন ঠিক শুনতে আমি ডাকছে আমায় রাসেলে।
মুহূর্তে এই মন হয়ে যায় কী এক উড়নচন্ডী
এক দৌড়ে যাই ছুটে সেই বত্রিশ ধানমণ্ডি।
যাই খুঁজে সেই বাড়ির লনে আর সে খোলা বারান্দায়
একরোখা এই স্বভাব আমার সত্যি যে ভাই তাড়ান দায়।
প্রায় প্রতিদিন খুঁজতে থাকি পাই না দেখা তার আমি
তার জন্য রাত জেগে তো ঘুম করেছি হারামই !
যায় কেটে রোজ ভরা দুপুর যায় কেটে সেই ভোর আমার
কম খাই না মা-র বকুনি ? খাই না তো আর থোড়া মার !
তবুও তাকে খুঁজতে বেরোই , খুব খুঁজে হই হন্য
মনট আমার নিত্য কাঁদে শেখ রাসেলের জন্য।

পূর্ববর্তী নিবন্ধবাবার আদর
পরবর্তী নিবন্ধরাসেল আমার ভাই