মনজুর আলমের উদ্যোগে শাহ জালাল ইয়ামেনীর (র.) ৭০৪তম ওরশ

| শনিবার , ১০ জুন, ২০২৩ at ৫:১৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এম. মনজুর আলম বলেছেন, বাংলাদেশ অলি আউলিয়াদের পুণ্যভূমি। এদেশে আল্লাহর বিশেষ রহমত প্রতিনিয়ত বর্ষিত হয়। সুজলাসুফলা, সোনার বাংলার মানুষ আল্লাহর অলিদের উছিলায় সংকট ও দুর্বিপাক থেকে মুক্ত থাকে। এদেশে নানামুখী সংকট ও ষড়যন্ত্র সত্ত্বেও বাংলাদেশের উপর আল্লাহতায়ালা প্রতিনিয়ত রহমত বর্ষণ করে যাচ্ছে। তিনি বলেন, বাংলাদেশের সফল রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনা সুন্নিয়তের খাদেম। তিনি অলি আউলিয়াদের ভক্ত ও তাদের প্রতি শ্রদ্ধাশীল।

গতকাল শুক্রবার জুমার পর হযরত শাহজালাল ইয়মেনী (.)’র ৭০৪তম ওরশ শরীফ উপলক্ষে আলহাজ্ব হোছনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে সাবেক মেয়র এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন ট্রাস্টের সভাপতি মোহাম্মদ নিজামুল আলম। আলোচনা করেন আওয়ামী লীগ নেতা মোহাম্মদ সাইফুল আলম, মোহাম্মদ সাহিদুল আলম, সাবেক উপাধ্যক্ষ মোহাম্মদ বাদশা আলম, সৈয়দ মোহাম্মদ আবেদ আবদুল্লাহ মনজুর আলম, সোয়াম আবদুল্লাহ মনজুর আলম, নায়েফ আবদুল্লাহ মনজুর আলম প্রমুখ। দোয়া মাহফিল ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা সৈয়দ মোহাম্মদ ইউনুছ রজভী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ায় অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
পরবর্তী নিবন্ধগুলতাজ মেমোরিয়াল স্কুলে অভিভাবক সমাবেশ