রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের চন্দ্রঘোনা দ্যা রাইজিং সান হাই স্কুল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গত রোববার রাতে এই ঘটনা ঘটে। পরিকল্পিতভাবে স্কুলে আগুন লাগিয়ে দেয়া হয়েছে বলে দাবি করেছেন স্কুল পরিচালনা কমিটির চেয়ারম্যান মহিউদ্দিন রোকন। এতে প্রায় ২০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করছেন তিনি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
মহিউদ্দিন রোকন বলেন, রোববার রাত সাড়ে ১২টার দিকে স্কুল ভবনে হঠাৎ আগুন ধরে যায়। স্কুলের বারান্দায় রাখা তার মোটরবাইকে শত্রুতাবশত কেউ আগুন লাগিয়ে দিলে তা মুহূর্তে পুরো স্কুল ভবনে ছড়িয়ে পড়ে। এতে স্কুলের একটি সেমিপাকা ভবনের ৪টি কক্ষ পুড়ে যায়। কক্ষগুলোতে যাবতীয় সরঞ্জাম, শিক্ষা উপকরণ, গুরুত্বপূর্ণ নথিপত্র, একটি মোটরসাইকেল ছিলো। স্কুলটিতে প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত প্রায় আড়াইশ শিক্ষার্থী পড়ালেখা করে।
রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা কামরুজ্জামান সুমন জানান, অগ্নিকাণ্ডের খবরে দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন তারা। যেহেতু আশেপাশের কোথাও কোন দাহ্য পদার্থ নেই, তাই অগ্নিকাণ্ডের সূত্রপাতের বিষয়টি তদন্ত সাপেক্ষে বলা যাবে বলে তিনি জানান।
রাঙ্গুনিয়া থানার ওসি মো. মাহবুব মিল্কী জানান, ‘স্কুলে আগুন লাগার ব্যাপারে লিখিত অভিযোগ দায়ের হয়েছে। এই ব্যাপারে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’