নগরে মধ্য রাতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। গত রাত দেড়টার দিকে এ বৃষ্টি শুরু হয়। তবে এসময় বেশিরভাগ লোকজন বাসা বাড়িতে থাকায় তাদের দুর্ভোগ পোহাতে হয়নি। অবশ্য ভাসমান লোকজনের ভোগান্তি হয়েছে। এদিকে আবহাওয়া অফিস গতকাল সন্ধ্যায় জানায়, দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘণীভূতহয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। নিম্নচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি অব্যাহত রয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরসমূহের উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
আবহাওয়া অফিসের বিশেষ বুলেটিনে চট্টগ্রাম, কঙবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ১নম্বর দূরবর্তী সতর্ক সংকেত নামিয়ে তার পরিবর্তে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়েছে।
বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপটি গতকাল সন্ধ্যা ৬ টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১০২০ কি.মি. দক্ষিণ–পশ্চিমে, কঙবাজার সমুদ্রবন্দর থেকে ৯৬৫ কি.মি. দক্ষিণ–পশ্চিমে, মোংলা সমুদ্র বন্দর থেকে ৯১৫ কি.মি. দক্ষিণ–পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৯০৫ কি.মি. দক্ষিণ–পশ্চিমে অবস্থান করছিল। এটি আরও উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘণীভূত হতে পারে বলে জানায় আবহাওয়া অফিস।












