নগরীর কোতোয়ালী থানাধীন ফিরিঙ্গি বাজার এলাকায় একটি বেসরকারি ব্যাংকের এটিএম বুথ লুটের চেষ্টার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গবার দিবাগত রাত পৌণে দুইটার দিকে এ ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃতরা হলো- নোয়াখালীর সোনাইমুড়ির ওয়াসেকপুর পঞ্চায়েদ বাড়ির ডা. গিয়াস উদ্দিনের ছেলে মো. অনোয়ার হোসেন ওরফে বাবু (৩২), চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার মহালখান বাজার ১নং বৈরাগ ইউনিয়নের হামিদ আলীর বাড়ির মৃত আফছু মিয়ার ছেলে মো. জহির আলম (৩৪) এবং কর্ণফুলী উপজেলার দক্ষিণ বন্দরের অছি উদ্দিন চৌধুরী বাড়ির মো. ইউনুছের ছেলে আদনান (৩৭)।
পুলিশ জানায়, মঙ্গলবার রাতে ফিরিঙ্গি বাজার মোড়ে ইউসিবিএল ব্যাংকের এটিএম বুথে টাকা তোলার কথা বলে নিরাপত্তাকর্মীকে দরজা খুলে দিতে বলে। দরজা খুলে না দেওয়ায় তারা একপর্যায়ে দরজা ধাক্কাতে ধাক্কাতে নিরাপত্তাকর্মীকে হুমকি ধমকি দিতে শুরু করে। ভেতর থেকে ওই নিরাপত্তাকর্মী থানায় ফোন করলে টহল পুলিশের টিম তাৎক্ষণিক ঘটনাস্থলে গেলে তারা মোটরসাইকেল নিয়ে পালানোর চেষ্টা করে। মোটরসাইকেল নিয়ে তারা নতুন ব্রিজের দিকে পালাতে থাকে। মেরিনড্রাইভ সড়কে গিয়ে তারা চাক্তাই চামড়া গুদামের দিকে মোড় নেয়। পুলিশের ধাওয়ায় সেখান থেকেই তাদের গ্রেপ্তার করা হয়।
জানতে চাইলে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেজাম উদ্দীন বলেন, রাত ১২টার পর এটিএম বুথের দরজা খোলার বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নিষেধাজ্ঞা থাকায় নিরাপত্তারক্ষী দরজা খুলতে অপরাগতা প্রকাশ করে। এ সময় গ্রেপ্তার তিন ব্যক্তি জোরপূর্বক প্রবেশের চেষ্টা করে। মূলত তাদের উদ্দেশ্য ছিল এটিএম বুথের টাকা লুট করা। তিনজনই পেশাদার ছিনতাইকারী। তাদের মধ্যে আনোয়ারের বিরুদ্ধে ঢাকায় অস্ত্র আইনে একটি ও আনোয়ারা থানায় মাদক মামলাসহ মোট ৩টি মামলা আছে। জহিরের বিরুদ্ধে নারী নির্যাতনসহ একাধিক মামলা রয়েছে।